ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হলেন সিআইএ প্রধান পোম্পিও

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হলেন সিআইএ প্রধান পোম্পিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হলেন সিআইএ প্রধান পোম্পিও

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান মাইক পোম্পিওর নিয়োগে অনুমোদন দিয়েছে দেশটির সিনেট।  তিনি রেক্স টিলারসনের স্থলাভিষিক্ত হলেন। টিলারসনকে মাত্র এক বছর আগেই এই পদে নিয়োগ দেওয়া হয়েছিলো। পরে তাকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

টিলারসনকে বরখাস্তের পর ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী দিয়ে চলছিল ট্রাম্প প্রশাসন। রীতি অনুযায়ী পোম্পিওর নিয়োগ চূড়ান্ত করতে সিনেটে বৃহস্পতিবার (২৬ এপ্রিল) ভোটাভুটি হয়।

 মার্কিন সিনেটের ভোটাভুটিতে পোম্পিও ৪২ জন সিনেটরের সমর্থন পান।

উত্তর কোরিয়া ও ইরান ইস্যুতে পোম্পিও বেশি কট্টর। ফলে তার নিয়োগে হোয়াইট হাউসের সঙ্গে পররাষ্ট্র দপ্তরের মতপার্থক্য কমবে বলে ধারণা করছেন পর্যবেক্ষকরা।  

নিয়োগের শুরু থেকেই বিরোধী ডেমোক্র্যাটরা পোম্পিওকে যুদ্ধবাজ ও মুসলিমবিদ্বেষী হিসেবে অভিযুক্ত করে আসছেন।  এর পরও সিনেটে রিপাবলিকান বাদে ছয় ডেমোক্র্যাট সিনেটরও তার পক্ষে ভোট দিয়েছেন।  

বাংলাদেশ সময়: ০০৫১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
এসই/এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।