ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শারদ পাওয়ারের এনসিপি’র দুইকর্মীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৮
শারদ পাওয়ারের এনসিপি’র দুইকর্মীকে গুলি করে হত্যা

ভারতের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) দুইকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটলেও রোববার (২৯ এপ্রিল) দুপুরে পুলিশ তথ্যটি জানিয়েছে।

আহমেদনগরে দুই শিব সেনা নেতাকে একই কায়দায় হত্যার তিন সপ্তাহেরও কম সময় ব্যবধানে আরেকটি ঘটনা ঘটলো।

পুলিশের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ওই দুইকর্মী আহমেদনগর থেকে ৭০ কিলোমিটার দূরে জামখেদ শহরের রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন।

হঠাৎ মোটরসাইকেলে চেপে তিন অজ্ঞাত পরিচয় ব্যক্তি শারদ পাওয়ারের এনসিপি’র ওই দুইকর্মীকে ৮ রাউন্ড গুলি করে পালিয়ে যায়।  

নিহত দুইকর্মী জামখেদ এলাকার বাসিন্দা বলেও নিশ্চিত করেছেন পুলিশের জেলা সুপার রঞ্জনকুমার শর্মা।

নিহত দুইকর্মী হলেন- এনসিপি’র জেলা সহ-সভাপতি যোগেশ আম্বাদাশ রালিবাত (৩০)। অপরজন আহমেদনগরের জামখেদ ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য ও অফিস সমন্বয়ক রাকেশ অর্জুন রালিবাত (২৩)।

হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত চলছে জানিয়ে রঞ্জনকুমার শর্মা বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। এছাড়া কি কারণে এ হত্যাকাণ্ড তা জানা যায়নি।

গত ৭ এপ্রিল আহমেদগরের শাহুনগরে স্থানীয় দুই শিব সেনা নেতাকে একই কায়দায় হত্যা করা হয়।

১৯৯৯ সালে গঠিত ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি’র প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ভারতের বিশিষ্ট রাজনীতিবিদ শারদ গোভিন্দরাও পাওয়ার।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।