ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, মে ৩, ২০১৮
ভারতে ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১১০ ছবি: সংগৃহীত

ঢাকা: টানা বৃষ্টিপাতের পর ঝড় এবং ধুলোঝড়ের কারণে ভারতের উত্তর প্রদেশ ও রাজস্থানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এ পর্যন্ত ১১০ জনে।

বৃহস্পতিবার (০৩ মে) সকালে আঘাত আনা এ ঝড়ের খবর প্রকাশ হয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে। এতে বলা হয় অধিকাংশের মৃত্যু হয় ঘুমন্ত অবস্থায় এবং ঝড়ে ঘরের ছাদ ও চাল ধসে।

দেশটির সরকারি তথ্য অনুসারে, রাজস্থানে এ পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে, যার ১৯ জন ভারতপুর জেলায় এবং প্রায় শতাধিক মানুষ আহত হয়েছেন। ওই এলাকার প্রায় আট হাজার বৈদ্যুতিক খুঁটি ও গাছ উপড়ে পড়েছে। এছাড়া উত্তর প্রদেশে ৭৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৪৩ জন আগ্রায়। এ রাজ্যটিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় আবার ঝড় আঘাত আনে।

এদিকে, ঝড়টি রাজধানী নয়াদিল্লির দিকে অগ্রসর হয়েছে। তবে এ পর্যন্ত দিল্লিতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দেশটির সরকার সূত্রে জানা গেছে, উত্তর প্রদেশের ঝড় আরও দুইদিন অবস্থান করতে পারে। বিশেষ করে রাজ্যের উত্তরাঞ্চলে। নরেন্দ্র মোদীর টুইট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে জানিয়েছেন, সংকট মোকাবেলা করার জন্য রাজ্যগুলোতে সরকারের পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে।

এছাড়া রাজ্য প্রধানরা জানিয়েছেন, ঝড়ে মৃতদের পরিবারগুলোকে এ পর্যন্ত চার লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে।

***রাজস্থানে ভয়াবহ ধুলোঝড়ে ২৭ জনের প্রাণহানি

***উত্তর প্রদেশে ঝড়ে ৭০ জনের প্রাণহানি

বাংলাদেশ সময়: ০৩২৬ ঘণ্টা, মে ০৪, ২০১৮
এমএএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।