ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মোদীজির বক্তব্যে মানুষের পেট ভরে না: সোনিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, মে ৮, ২০১৮
মোদীজির বক্তব্যে মানুষের পেট ভরে না: সোনিয়া কর্নাটকে নির্বাচনী প্রচারণায় সোনিয়া গান্ধী। ছবি: সংগৃহীত

ঢাকা: টানা দুই বছর পর রাজনৈতিক কোনো জনসভায় অংশ নিলেন ভারতের ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালাইন্সের (ইউপিএ) চেয়ারপারসন ও সাবেক কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। 

মঙ্গলবার (০৮ মে) কর্নাটকের বিজয়পুর ময়দানে দলীয় জনসভায় বক্তব্য দেন তিনি। ২০১৬ সালের ২ আগস্ট বারানসির একটি র‌্যালিতে অসুস্থ হয়ে পড়েন।

এরপর আর কোনো রাজনৈতিক জনসভায় তাকে দেখা যায়নি।  

ছেলের কাঁধে দলের দায়িত্ব দিয়ে বেশ খোশ মেজাজেই ছিলেন তিনি। মাঝে পাঞ্জাব, গোয়া, উত্তরাখণ্ড, মণিপুর, গুজরাট, হিমাচল প্রদেশ, ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচনের প্রচারে তাকে দেখা যায়নি।  

কিন্তু কর্নাটকে নিজেই নির্বাচনী প্রচারণায় নামলেন সোনিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেও বক্তব্য দেন তিনি।  

তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী খুব ভালো করে বক্তব্য দিয়ে যাচ্ছেন, কিন্তু মোদীজির বক্তব্যে মানুষের পেট ভরে না। মানুষ চায় ডাল-চাল। বক্তৃতায় তাদের সুস্থতা আসে না। এজন্য দরকার হয় হাসপাতালের।  

আগামী নির্বাচনে জয়ের প্রত্যাশা করে সোনিয়া বলেন, আমি জানি আগামী নির্বাচনে নরেন্দ্র মোদী সরকারে আসবেন না। বিপুল ভোটে কংগ্রেসকে মানুষ জয়ী করবে।  

কংগ্রেস সূত্র বলছে, অসুস্থতার কারণেই দীর্ঘদিন রাজনৈতিক সভা-সমাবেশ থেকে দূরে থাকতে হয়েছে সোনিয়াকে। তবে টানা অনুপস্থিতি থেকে ফিরে ভবিষ্যতে দেশের মানুষের উন্নয়নে নেওয়া নানা উন্নয়নের ফিরস্তি তুলে ধরেন তিনি।  

তবে কর্নাটকে সোনিয়ার এ প্রচারণাকে কংগ্রেসের ‘মরিয়া’ চাল বলে কটাক্ষ করছে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি।  
 
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সোনিয়া উত্তর কর্নাটকের বিজয়পুরায় প্রচারে ব্যস্ত রয়েছেন। এই কয়দিন নির্বাচনী প্রচারের সময় কাটাবেন তিনি। তার সঙ্গে কর্মসূচিতে যোগ দেবেন কংগ্রেস রাহুল গান্ধী। দক্ষিণ কর্নাটকের তুমকুরে প্রচারণায় অংশ নেবেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, মে ০৮, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।