ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জেরুজালেমে স্থানান্তরিত দূতাবাস খুলছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৬ ঘণ্টা, মে ১৪, ২০১৮
জেরুজালেমে স্থানান্তরিত দূতাবাস খুলছে যুক্তরাষ্ট্র কনস্যুলেট ভবন, ছবি: সংগৃহীত

ঢাকা: জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণার পর সেখানে স্থানান্তরিত দূতাবাস খুলছে যুক্তরাষ্ট্র। আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এরইমধ্যে পূর্ব জেরুজালেমে মার্কিন কনস্যুলেট ভবনে হাজির হয়েছে ট্রাম্প প্রশাসন।

সোমবার (১৪ মে) নতুন এ দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন ট্রাম্প কন্যা ইভাঙ্কা ট্রাম্প ও তার স্বামী জেরার্ড কুশনার।  

ট্রাম্প প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

খবরে আরো বলা হয়, তেল আবিব থেকে স্থানান্তর করে পূর্ব জেরুজালেমের মার্কিন কনস্যুলেট ভবনেই দূতাবাস স্থানান্তর করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনিরা।

গত ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন এবং পরে শহরটিতে মার্কিন দূতাবাস স্থানান্তরের প্রক্রিয়া শুরু করেন। এর প্রতিক্রিয়ায় সারাবিশ্বে নিন্দার ঝড় ওঠে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মে ১৪, ২০১৮
ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।