ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিম তীরে ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, জুন ৬, ২০১৮
পশ্চিম তীরে ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা ইসরায়েলি সেনাবাহিনী, ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের পশ্চিম তীরে এক যুবককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী।ওই যুবকের নাম তামিমি।

বুধবার (০৬ জুন) গাজার পশ্চিম তীরে নাবি সালেহ গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের তথ্যমন্ত্রী।

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, নাবি সালেহ গ্রামে ১০ জনেরও বেশি ফিলিস্তিনি যুবক সেনাবাহিনীর কাজে বিঘ্ন ঘটাচ্ছিল।

এসময় তাদের মধ্যে একজন যুবক এক সৈন্যকে লক্ষ্য করে পাথর ছুড়েন। জবাবে ইসরায়েলি সৈন্য ওই  যুবককে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে ওই যুবককে গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তিনি মারা যান।

এ ঘটনা তদন্ত করা হবে বলেও বিবৃতিতে জানিয়েছে ইসরায়েল সেনাবাহিনী।

সাম্প্রতিক সময়ে পশ্চিম তীর ও গাজায় নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হত্যাকাণ্ড সারাবিশ্বে সমালোচিত হয়েছে। এর আগে গত শুক্রবার রাজন আল নাজ্জার নামে এক নারী স্বাস্থ্য কর্মীকে হত্যা করে ইসরায়েলি সেনাবাহিনী।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, জুন ০৬, ২০১৮
এএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।