ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের সঙ্গে সেনা ঐক্য বজায় থাকবে: চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১০
ভারতের সঙ্গে সেনা ঐক্য বজায় থাকবে: চীন

বেইজিং: ভিসা জটিলতা সত্ত্বেও ভারতের সঙ্গে সেনা ঐক্য বজায় থাকবে। দুই প্রতিবেশী রাষ্ট্রের প্রতিরক্ষা চুক্তির ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের বিষয়ে প্রকাশিত প্রতিবেদনের জবাবে শনিবার চীন একথা জানায়।

খবর এএফপি’র।

বেইজিং বিরোধপূর্ণ কাশ্মীরের ভারতীয় জেনারেলকে ভিসা দিতে অস্বীকৃতি জানানোর পর চীনের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক বাতিল করে ভারত।
ভারতের একটি প্রতিরক্ষা সূত্র ও দেশটির কিছু গণমাধ্যম শুক্রবার একথা জানায়।

কিন্তু ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ.কে. অ্যান্তনি বলেন, ‘চীনের সঙ্গে ঐক্য বজায় থাকবে’।

এদিকে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও ভারতের সঙ্গে সেনা সম্পর্কের উপর নিয়ন্ত্রণ আরোপের বিষয়টি নাকচ করে দেওয়া হয়।

এ বিষয়ে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘ভারতের সঙ্গে সেনা সম্পর্কের উন্নতির বিষয়টি চীন গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে। দেশ দুটি দ্বিপাক্ষিক সম্পর্কের সম্ভবনার দিকে নজর দিবে। পারস্পরিক ঐক্যের মধ্যদিয়ে সেনা সম্পর্কের উন্নতি ঘটবে বলে আমরা বিশ্বাস করি। ’

চীন ভারতের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার হওয়া সত্ত্বেও গত কয়েক বছর দেশ দুটি বেশ কয়েকবারই বিরোধে জড়িয়ে পড়ে। তবে এসব বিরোধের মীমাংসা হলেও এখনও সীমান্ত বিরোধ ও পারস্পরিক অবিশ্বাস বজায় আছে।

উল্লেখ্য, ভারত বিরোধপূর্ণ কাশ্মীরের ৪৫ শতাংশ, পাকিস্তান এক তৃতীয়াংশ এবং চীন বাকি অংশ নিয়ন্ত্রণ করে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৪৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।