স্থানীয় সময় সোমবার (১৮ জুন) সকাল ৮টা নাগাদ ভূমিকম্পটি আঘাত হানে। ৬.১ মাত্রার ওই ভূমিকম্পে কর্মস্থলমুখী মানুষের মধ্যে অতঙ্ক ছড়িয়ে পড়ে।
জাপানের সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পের আঘাতে দেয়াল চাপায় নিহত দুইজনের একজন শিশু, অপরজন বৃদ্ধ। এতে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রায় পৌনে দুইলাখ মানুষ।
বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি গ্যাস লাইন বিস্ফোরণে আগুন ধরে যাওয়ার খবরও পাওয়া গেছে। ধ্বংস হয়েছে পানি সংযোগ লাইন।
শক্তিশালী ওই ভূমিকম্পের পর সাময়িক রেল সার্ভিস বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। সর্তকতা হিসেবে ওসাকা বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা বিলম্ব করা হয়েছে।
যদিও এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবুও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যথাযথ পদক্ষেপ নিতে দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ০৮৪৪ ঘণ্টা, জুন ১৮, ২০১৮/আপডেট: ০৯১০ ঘণ্টা
জেডএস