যোগব্যায়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: সংগৃহীত
ঢাকা: বৃহস্পতিবার (২১ জুন) চতুর্থ আন্তর্জাতিক যোগদিবস। এ উপলক্ষে ভারতের দেরাদুনে ৫০ হাজারেরও বেশি মানুষ সঙ্গে নিয়ে যোগব্যায়ামের নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে সারাদেশের বিভিন্ন সেক্টরের মন্ত্রীরাও অংশ নিয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে।
এসময় যোগ সমাবেশে প্রধানমন্ত্রী মোদী বলেন, যোগব্যায়াম গোটা বিশ্বে সবচেয়ে বড় একতার শক্তি হিসেবে আবিষ্কার হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার কিছুক্ষণ পরেই যোগব্যায়াম স্থলে পৌঁছেন প্রধানমন্ত্রী এবং যোগ সমাবেশে বক্তব্য রাখেন।
পরে তাদের সঙ্গে তিনিও ব্যায়ামে যোগ দেন।
এর আগে বুধবার (২০ জুন) সন্ধ্যায় দেরাদুন বিমানবন্দরে পৌঁছেন নরেন্দ্র মোদী। সেখানে তাকে স্বাগত জানান উত্তরাখণ্ডের গভর্নর কৃষ্ণ কান্ত পল, মুখ্যমন্ত্রীর টিএস রাওয়াত এবং আরও কয়েকজন নেতা ও কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, জুন ২১, ২০১৮
টিএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।