দেশটির সবথেকে বড় সরকারি হাসপাতাল অকল্যান্ড হাসপাতালে প্রথম শিশুর জন্ম দেন জ্যাসিনডা আরডার্ন।
৩৭ বছর বয়সী জ্যাসিনডা আরডার্ন দেশটির তৃতীয় নারী প্রধানমন্ত্রী।
আগামী ছয় সপ্তাহ ডেপুটি প্রধানমন্ত্রী উইনস্টন পিটারস ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। এ ছয় সপ্তাহে মাতৃত্বকালীন ছুটিতে থাকবেন আরডার্ন।
ক্ষমতায় থাকা অবস্থায় মা হয়েছেন এমন কমসংখ্যক প্রধানমন্ত্রীর তালিকায় যুক্ত হলেন আরডার্ন। এর আগে ১৯৯০ সালে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় মা হয়েছিলেন পাকিস্তানের বেনজির ভুট্টো।
১৮৯৩ সালে নিউজিল্যান্ড বিশ্বের প্রথম দেশ হিসেবে নারীর ভোটাধিকার দেয়। জ্যাসিনডা আরডার্ন নিউজিল্যান্ডের তৃতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, জুন ২১, ২০১৮
এএইচ/এসএইচ