খসড়াতে বলা হয়, অভিবাসীদের জন্য ক্যাম্পগুলো নির্মিত হবে ক্যালিফোর্নিয়া, অ্যালবামা ও আরিজোনার অব্যবহৃত বিমানঘাঁটিতে। মার্কিন নৌবাহিনীর এ খসড়া পরিকল্পনায় ২৫ হাজার অভিবাসীকে ছয় মাসের জন্য এ সুবিধা দিতে ব্যয় হবে ২৩৩ মিলিয়ন মার্কিন ডলার।
এছাড়াও পরে সান ফ্রান্সিস্কোর কাছে আরও একটি অভিবাসী ক্যাম্প নির্মাণ করা হবে, যেখানে ৪৭ হাজার অভিবাসী বসবাস করতে পারবেন।
পেন্টাগনের একজন মুখপাত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেন, যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ সামরিকবাহিনীকে বিশেষ এ পরিকল্পনার জন্য কিছু বলেনি। তবে তারা এ ধরনের পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিল।
এর আগে বৃহস্পতিবার (২১ জুন) মার্কিন সামরিকবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সরকার সামরিকবাহিনীকে ২০ হাজার অভিবাসী শিশুর জন্য বসতি নির্মাণের নির্দেশ দিয়েছে।
যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ট্রাম্প প্রশাসন অভিবাসীদের জন্য ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে। এ নীতি অনুযায়ী অবৈধভাবে প্রবেশকারী প্রত্যেক অভিবাসী অপরাধী হিসেবে চিহ্নিত হবেন। এক পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের মে ও জুন মাসে এ নীতির কারণে ২৩০০ শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়।
প্রেসিডেন্ট ট্রাম্পের এ নীতির কারণে যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। সম্প্রতি ট্রাম্প পরিবার বিচ্ছিন্নের এ নীতি থেকে সাময়িকভাবে সরে এসেছেন। কিন্তু তিনি ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকার ব্যাপারে জোর দিচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
এএইচ/এনএইচটি