ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লিতে সার্ভার সমস্যায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বিলম্ব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
দিল্লিতে সার্ভার সমস্যায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বিলম্ব এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বিলম্ব। ছবি: সংগৃহীত

ঢাকা: দিল্লির ইন্ধিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রায়ত্ত এয়ার ইন্ডিয়ার সার্ভার সমস্যার কারণে ফ্লাইটে বিলম্ব দেখা দিয়েছে।

শনিবার (২৩ জুন) ২৫টি ফ্লাইটে তিন ঘণ্টা করে বিলম্ব হয়েছে বলেও ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে।

এদিকে, রাষ্ট্রায়ত্ত এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এমন বিলম্বের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।

ব্লু ক্রাফ্ট ডিজিটাল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অখিলেশ মিশ্র টুইট বার্তায় লিখেছেন, দিল্লি বিমানবন্দরে পৌঁছেই জানতে পারলাম এয়ার ইন্ডিয়ার সার্ভার দুই ঘণ্টা ধরে বিকল। দেশ ও বিদেশের কোনো ফ্লাইট বিমানবন্দর ছাড়তে পারেনি। বিমানবন্দরকে একটা মেলা মনে হচ্ছে। যাত্রীদের ভিড়ে হাঁটাও কঠিন হয়ে যাচ্ছে।

মান্নান জেইন নামে আরেক যাত্রী ছবিসহ টুইট বার্তায় লিখেছেন, এক ঘণ্টা ধরে এয়ার ইন্ডিয়ার প্লেনে বসে আছি। এখনও প্লেন ছাড়েনি। কোন তথ্যও জানা নেই। এটা হয়রানি।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
এএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।