রোববার (২৪ জুন) তুরস্কে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রেসিডেন্টের পাশাপাশি পার্লামেন্ট নির্বাচনেও এরদোগানের দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
এরদোগান ২০১৪ সালে তুরস্কের প্রেসিডেন্ট হওয়ার আগে ১১ বছর দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। এই নির্বাচন আগামী বছরে হওয়ার কথা থাকলেও এক বছর আগেই এই নির্বাচন দেন এরদোগান। ২০১৬ সালে তার বিরুদ্ধে সংঘটিত এক ব্যর্থ অভ্যুত্থানের পর থেকে দেশটিতে জরুরি অবস্থা চলছে।
বাংলাদেশ সময়: ০৭১০ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
টিআর/এনএইচটি