ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দ. সুদানে হামলায় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৫, জুন ২৬, ২০১৮
দ. সুদানে হামলায় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীর হামলায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত এক বাংলাদেশি নিহত হয়েছেন। তবে তার পুরো পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (২৬ জুন) দেশটির পশ্চিমাঞ্চলে ইয়ে ও লাসু শহরের মধ্যবর্তী জায়গায় একটি ত্রাণের গাড়ির নিরাপত্তায় দায়িত্ব পালনকালে অতর্কিত গুলি করা হয় তাকে।

জাতিসংঘের দু’টি সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, যে এলাকায় হামলাটি হয়েছে সেখানে সরকার ও বিদ্রোহী বাহিনী- দু’পক্ষেরই অবস্থান রয়েছে।

তবে কারা এ হামলায় জড়িত সে বিষয়ে কিছু জানা যায়নি।

দক্ষিণ সুদান সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

২০১৩ সালে প্রেসিডেন্ট সালভা কির ও তার তৎকালীন ডেপুটি প্রেসিডেন্ট রিয়েক মাচার ক্ষমতার দ্বন্দ্বে জড়ালে তা সংঘাতে রূপ নেয়। এই সংঘাত বন্ধে সেখানে শান্তিরক্ষী বাহিনী পাঠায় জাতিসংঘ। দক্ষিণ সুদানে বাংলাদেশের বেশ কিছু কর্মকর্তা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করছেন বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ২৩৪৯ ঘণ্টা, জুন ২৬, ২০১৮
এএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।