ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইকুয়েডরে বাস দুর্ঘটনায় নিহত ৪২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১০
ইকুয়েডরে বাস দুর্ঘটনায় নিহত ৪২

কিটো: ইকুয়েডরে রোববার বাস দুর্ঘটনায় অন্তত ৪২ জন নিহত হয়েছেন। বাসটি আন্দেন কুয়েনকা শহর থেকে রাজধানী কিটো যাচ্ছিল।

দেশটির রেডক্রস সংস্থার প থেকে এ তথ্য জানানো হয়েছে।
 
রেডক্রস জানায়, ৫৩ জন যাত্রীসহ একটি বাস ঢালু পার্বত্য রাস্তা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় কমপক্ষে ৪২ জন নিহত ও বাকি ১১ জন আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, ইকুয়েডরের স্বরাষ্টমন্ত্রী গুস্তাভো ইয়ালখ বলেন, বাস দুর্ঘটনায় ৩৮ জন নিহত হয়েছেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১৪১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।