ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

২০২০ অলিম্পিকের আগে ধূমপানমুক্ত হবে টোকিও

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩২ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
২০২০ অলিম্পিকের আগে ধূমপানমুক্ত হবে টোকিও টোকিও শহর। ছবি: সংগৃহীত

ঢাকা: জাপানে হতে যাচ্ছে ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। আর এর প্রস্তুতি নিতে এবার দেশের রাজধানী টোকিওতে ধূমপান বিরোধী নতুন আইন হাতে নিয়েছে শহর সরকার। তাদের ভাবনা ২০২০ অলিম্পিকের আগেই টোকিও শহর ধূমপানমুক্ত করতে হবে।

বুধাবর (২৭ জুন) দেশটিতে এ উপলক্ষে ধূমপান বিরোধী নতুন আইন পাস করা হয়। এই নতুন আইন ২০২০ সাল থেকে কার্যকর করা হবে।

২০২০ সালের ২৪ জুলাই থেকে শুরু হবে টোকিও অলিম্পিক। সে কারণে খেলা শুরু হওয়ার কয়েক মাস আগে থেকেই শহরের স্কুল, ডে কেয়ার সেন্টার, হাসপাতাল ও রেস্তোরাঁগুলোতে ধূমপান নিষিদ্ধ করা করা হবে। তবে রেস্তোরাঁগুলোতে অভ্যন্তরীণ ধূমপানের জায়গা করার অনুমতি দেওয়া হবে। সেক্ষেত্রে রেস্তোরাঁর গ্রাহকরা ওই এলাকার ভেতরে গিয়ে ধূমপান করতে পারবেন।

সম্প্রতি টোকিও’র গভর্নর ইউরিকো কোইক বলেছেন, আমরা এখন ২০১৯ সালের রগবি বিশ্বকাপ এবং অলিম্পিকের মতো মেগা ক্রীড়া প্রতিযোগিতা ও অনুষ্ঠানের জন্য প্রস্তুত আছি।

এদিকে, ধূমপান নিষেধাজ্ঞার এ নতুন আইন ভঙ্গ করা হলে ৪৫৫ ডলার পর্যন্ত কঠিন জরিমানার সম্মুখীন হতে হবে যে কোনো ধূমপায়ীকে।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।