স্থানীয় সময় রোববার (০১ জুলাই) বয়স সীমা বাড়ানোর সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন প্রতিবাদকারীরা। তবে নিরাপত্তাজনিত কারণে ফুটবল বিশ্বকাপ আয়োজনকারী শহরগুলোতে প্রতিবাদ সভা করেননি তারা।
এর আগে গত মাসে রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ চাকরি থেকে অবসরে যাওয়ার বয়স সীমা বাড়ানোর আগ্রহের কথা জানান।
পুরুষদের ক্ষেত্রে অবসরে যাওয়ার সময় ৫ বছর বাড়িয়ে ৬৫ এবং নারীর ক্ষেত্রে ৮ বছর বাড়িয়ে ৬৩ তে উন্নীত করার সিদ্ধান্ত নেয় সরকার।
রাষ্ট্রীয় কোষাগারের ওপর তীব্র চাপ কমানোর জন্য দেশটির সরকার এ পরিকল্পনা হাতে নিয়েছে। প্রতিবাদকারীরা বলছেন, দেশের অনেক অঞ্চলের গড় আয়ুর চেয়ে অবসরের বয়স সীমা বেশি নির্ধারণ করা হয়েছে।
তবে প্রতিবাদ সভায় কোনো গ্রেফতারের ঘটনা ঘটেনি। স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া নির্দেশ মেনেই প্রতিবাদ করা হয়েছে বলে জানিয়েছেন তারা।
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জুলাই ০২, ২০১৮
এএইচ/এমএ