মঙ্গলবার (০৩ জুলাই) বিকেল ৩টার দিকে তার লংগাক দুতার বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। মালয়েশিয়ার দুদক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
কর্মকর্তারা বলছেন, অল্প সময়ের মধ্যেই এ বিষয়ে বিবৃতি দেওয়া হবে। খবরে বলা হয়েছে, গ্রেফতারের পর নাজিবকে দেশটির দুদক কার্যালয়ে নেওয়া হবে। এরপর বুধবার তাকে আদালতে তোলা হবে।
নতুন সরকার ক্ষমতায় আসার পরপরই দুর্নীতির অভিযোগে নাজিব তুন রাজাকের বিরুদ্ধে তদন্ত শুরু করে মালয়েশিয়ার দুদক। এর আগে তার বাড়িতে তল্লাশি চালানো হয়। একই অভিযোগে নাজিবের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৮
এমএ/