রাশিয়ার পশ্চিমা মিত্ররা সম্প্রতি যে ধরনের সুবিধাবাদী আচরণ করছে, তাতে হয়তো রাশিয়াকে ভবিষ্যতে প্যারালাল ইন্টারনেট তৈরি করতে হতে পারে বলে মন্তব্য করেন রোগাশেভ।
তিনি আরও বলেন, এখনই বিকল্প ইন্টারনেট ব্যবস্থা চালু করতে যাচ্ছে না মস্কো।
একটি জার্মান পত্রিকার রিপোর্টে বলা হয়েছিল, বিশ্বজুড়ে ইন্টারনেট প্রযুক্তিকে ব্যাপকভাবে সামরিকায়ন করা হচ্ছে এবং যুদ্ধক্ষেত্রে এর ব্যবহার বাড়ছে।
বিশেষজ্ঞদের মতে, বর্তমান বিশ্বে ইন্টারনেটের সবরকম নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে। তারা চাইলে যেকোনো দেশের ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দিতে পারে। এজন্য যুক্তরাষ্ট্রের প্রভাব থেকে বেরিয়ে আসতে চাইতে পারে রাশিয়া।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৮
এনএইচটি