ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মণিপুরে ভূমিধসে শিশুসহ ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
মণিপুরে ভূমিধসে শিশুসহ ৯ জনের মৃত্যু ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের মণিপুর রাজ্যে ভূমিধসে পাঁচ শিশুসহ অন্তত নয়জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ জুলাই) সকালে রাজ্যের তামেনগোলং জেলায় এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে।

রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান আদিম পানমেই জানিয়েছেন, ভূমিকম্পে মৃত পাঁচ শিশুর মধ্যে তিনজন মেয়ে আর দুইজন ছেলে।

এছাড়া দুই শিশু হারিয়ে গেছে।

রাজ্য পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে পানমেই ও তার দল ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। সেসময় তারা হারিয়ে যাওয়া দুই শিশুর সন্ধানে তৎপরতাও চালিয়েছেন। কিন্তু তামেনগোলং জেলা কালেক্টর রবীন্দ্র সিং বলছেন, হারিয়ে যাওয়া দুই শিশুকে জীবিত পাওয়ার সম্ভাবনা খুব কম।

এছাড়াও ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধসে নাগাল্যান্ড সংলগ্ন ন্যাশনাল হাইওয়ে ক্ষতিগ্রস্ত হয়। এসময় ওই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে অন্য রাস্থায় ডাইভার্ট করে দেওয়া হয়েছিল সকল যানবাহন।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।