উদ্ধার করা ওই দলটি একটি সংবাদ সম্মেলন করে তাদের গুহায় কাটানো ‘অগ্নিপরীক্ষার’ বর্ণনা দেবে এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
থাইল্যান্ডের সরকারি কর্মকর্তারা বলছেন, ১২ কিশোর ও কোচ হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরবেন।
দেশটির সরকার প্রধানের মুখপাত্র সানসার্ন কেওকুমনার্ড আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বুধবার (১৮ জুলাই) সন্ধ্যায় সংবাদ সম্মেলন করবেন ফুটবলাররা ও কোচ। এ সম্মেলনে তারা তাদের অভিজ্ঞতার কথা জানাবে। এরপর বাড়ি ফিরে তারা স্বাভাবিক জীবনযাপন করবে।
গত ২৩ জুন বার্ষিক ভ্রমণে উত্তরাঞ্চলে পাহাড়ি এলাকায় গিয়ে হারিয়ে যান ১১-১৬ বছর বয়সী ১২ ফুটবলার ও ২৫ বছর বয়সী তাদের কোচ। পরে ২ জুলাই চিয়াং রাই প্রদেশের থাম লুয়াং গুহায় তাদের সন্ধান পায় ব্রিটিশ ও থাই ডুবুরি দল। এরপর ৮ জুলাই থেকে ১০ জুলাই তিন দিনের শ্বাসরুদ্ধকর অভিযানে তাদের উদ্ধার করা হয়। এরপর থেকে তারা হাসপাতালেই।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
টিএ