কাবুল পুলিশের মুখপাত্র হাসমত স্টানেকজাই-এর বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, রোববার (২২ জুলাই) দেশটির বিমানবন্দরের মূল প্রবেশপথের পাশেই বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে আফগান ভাইস প্রেসিডেন্ট রশিদ দোস্তামের সমর্থকরা তাকে অভিনন্দন জানানোর জন্য অপেক্ষা করছিলেন।
তিনি আরও বলেন, রশিদ দোস্তাম সাজোয়া বহরে করে বিমানবন্দর ত্যাগ করার পরপরই বোমা বিস্ফোরণ ঘটানো হয়।
এদিকে এই বোমা হামলার দায় স্বীকার করেছে জিহাদি সংগঠন ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লিভান্ট (আইএসআইএল) বা আইএস।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেছেন, শিশু, বেসামরিকসহ নিরাপত্তাকর্মীরা হতাহত হয়েছেন। তিনি আরও বলেন, পুলিশ আত্মঘাতী বোমা হামলাকারীকে শনাক্ত করতে পেরেছে।
রশিদ দোস্তাম ২০১৭ সাল থেকে তুরস্কে অবস্থান করছেন। তার বিরুদ্ধে আফগানিস্তানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
এএইচ/আরআর