সোমবার (২৩ জুলাই) রাতে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রদেশ আত্তাপিউয়ের সান সাই জেলায় এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার (২৪ জুলাই) স্থানীয় সংবাদমাধ্যম বিষয়টি প্রকাশ করে।
দেশটির কর্মকর্তারা উদ্ধার কার্যক্রমের জন্য সান সাই জেলায় বেশ কিছু নৌকা পাঠিয়েছেন।
এদিকে, লাওসের পরিবেশবাদীরা দীর্ঘদিন ধরে জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধের বিরোধিতা করে আসছিলেন। বাঁধটির কাজ ২০১৩ সাল থেকে শুরু হয়েছিল। চলতি বছরের শেষে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছিল এক বিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
এএইচ/টিএ