ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইমরানকে তার সাবেক স্ত্রীর অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
ইমরানকে তার সাবেক স্ত্রীর অভিনন্দন ইমরানের সঙ্গে তার সাবেক স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ। ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে অভিনন্দন জানিয়েছেন তার সাবেক স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ।

বৃহস্পতিবার (২৬ জুলাই) টুইটে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ২২ বছর ধরে অপমান, আপ্রাণ চেষ্টা, অনেক ত্যাগের পর আমার ‘সন্তানের বাবা’ পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

গোল্ডস্মিথ বলেন, ইমরানের আজকের জয় আমাদের ‘জেদ, বিশ্বাস, পরাজয় মেনে না নেওয়ার এক অবিশ্বাস্য রকম শিক্ষা দিলো।

তিনি ইমরান খানকে পরামর্শ দিয়ে টুইটে এও বলেন, কেনো সে রাজনীতিতে এসেছে এটা মনে রাখাই এখন চ্যালেঞ্জ।

গোল্ডস্মিথ ১৯৯৭ সালে ইমরানের প্রথম নির্বাচনের কথাও স্মরণ করেন। তিনি সে সময়ের ইমরানকে ‘আদর্শবাদী, অপরীক্ষিত ও রাজনৈতিভাবে আনাড়ি’ হিসেবে আখ্যা দেন।

বুধবার অনুষ্ঠিত হওয়া পাকিস্তানের সাধারণ নির্বাচনে এগিয়ে রয়েছেন ইমরান খান।

এদিকে, ইমরান খান তার দলের নেতাদের সঙ্গে বৈঠকের জন্য বনি গালার আবাসিক ভবনে আমন্ত্রণ জানিয়েছেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ বৈঠকে সম্ভাব্য জয়ী দলটি তাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
এএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।