বৃহস্পতিবার (২৬ জুলাই) স্থানীয় সময় দুপুর ১টায় রাজধানীতে দূতাবাসের সামনে ২৬ বছর বয়সী এক যুবক এ বিস্ফোরণ ঘটান। পরে চীনের পুলিশের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
পুলিশ জানায়, নিরাপত্তা কর্মীরা বিস্ফোরণকারীকে ধরার আগেই তিনি আহত হয়ে গেছেন। তবে জিয়াং প্রদেশের ওই যুবক ছাড়া এ ঘটনায় আর কেউ আহত হননি। তার অবস্থাও গুরুতর নয়।
বিস্ফোরণের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থলের আশপাশে জটলার সৃষ্টি হয়। সেখানে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী।
বিস্ফোরণস্থলের পাশেই অনেক চীনা নাগরিক যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন।
এদিকে, দূতাবাসের সামনে বিস্ফোরণ ঘটলেও যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
বিস্ফোরণস্থলটি কূটনৈতিক অঞ্চল হিসেবে পরিচিত। এর পাশেই যুক্তরাষ্ট্র ছাড়াও, ভারত ও ইসরায়েলের দূতাবাস। তাই এর পার্শ্ববর্তী অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাও বেশ জোরদার। তার মধ্যেই এ বিস্ফোরণ কীভাবে ঘটেছে, তা আরও খতিয়ে দেখছে নিরাপত্তা বাহিনী।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
এএইচ/টিএ