এদিকে ঝড়ের প্রভাবে প্রবল বর্ষণ, ভূমিধস সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দিয়েছে অধিদফতর। সেইসঙ্গে তীব্র বেগে বয়ে যাওয়া বাতাস জানমালের ক্ষয়ক্ষতি ঘটাতে পারে।
এখন পর্যন্ত উপকূলের লোকজনকে সরে যাওয়ার কোনো বার্তা না দিলেও সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এরইমধ্যে অন্তত দেড়শ ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ।
শেষ খবর পর্যন্ত সামুদ্রিক ঝড়টি টোকিও থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থান করছিলো।
আঘাতের পর টাইফুনটি জাপান উপকূল অতিক্রম করে কিছুটা দুর্বল হয়ে যাবে বলে জানিয়েছেন আকু ওয়েদারের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ অ্যাডাম দৌতি।
বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
জেডএস