ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে বাস খাদে পড়ে বিশ্ববিদ্যালয়ের ৩৩ কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
ভারতে বাস খাদে পড়ে বিশ্ববিদ্যালয়ের ৩৩ কর্মকর্তা নিহত দুমড়ে-মুচড়ে যাওয়া বাস। ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের মহারাষ্ট্রের একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের একটি পিকনিক বাস খাদে পড়ে ৩৩ জন নিহত হয়েছেন। বাঁচতে পেরেছেন কেবল একজন।

শনিবার (২৮ জুলাই) রাজ্যের রাইগাদ জেলার মুম্বাই-গোয়া মহাসড়কের পাহাড়ি রাস্তা থেকে বাসটি খাদে পড়ে যায়।

স্থানীয় পুলিশ বলছে, কঙ্কন কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বাসটিতে করে পিকনিকে যাচ্ছিলেন।

দুর্ঘটনাস্থল থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ৩৩ জনেরই নিহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে। সেখান থেকে বাঁচতে পেরেছেন কেবল একজন।

সংবাদমাধ্যম জানায়, বাসটি পাহাড়ি রাস্তা থেকে ৫০০ ফুট নিচে পড়ে যায়। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কমাড্যান্ট অনুপম শ্রীভাসতাভা উদ্ধার তৎপরতা চলছে বলে জানিয়েছেন গণমাধ্যমকর্মীদের।

প্রদেশের মন্ত্রী বিনোদ তাওড়ে এক টুইট বার্তায় লেখেন, দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের দ্রুত পাঠানো হয়েছে। উদ্ধার কার্যক্রমও শুরু হয়েছে।  

পুলিশ বলছে, দুর্ঘটনাস্থলের রাস্তাটি গত কয়েকদিনের টানা বর্ষণে বেশ পিচ্ছিল ছিল। সে কারণে রাস্তাটি চলাচলের জন্য বিপজ্জনক হয়ে যায়।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক কর্মকর্তা জানান, বেঁচে ফিরে আসা ব্যক্তি খাদ থেকে রাস্তায় উঠে আসতে সক্ষম হন। এরপর তিনি পুলিশকে বিষয়টি অবহিত করেন।  

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
এএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।