গত বুধবারের (২৫ জুলাই) নির্বাচনে বিজয়ের পর তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান শুক্রবার (২৭ জুলাই) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছিলেন, তারা নয়া পাকিস্তান গড়বেন। প্রতিবেশী ভারতের সঙ্গে বৈরীতার সম্পর্কের ধারণা থেকে বেরিয়ে আসবেন।
ফলাফল এবং হবু প্রধানমন্ত্রী ইমরান খানের ভাষণ পর্যবেক্ষণের পর শনিবার (২৮ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে ২৮৯ শব্দের বিবৃতিতে বলা হয়, 'নির্বাচনের মাধ্যমে নিজেদের বিশ্বাস গণতন্ত্রের প্রতি অর্পণ করায় আমরা পাকিস্তানের জনগণকে স্বাগত জানাই। '
বিবৃতিতে আরও বলা হয়, 'সমৃদ্ধ ও প্রগতিশীল পাকিস্তানকে প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্কে দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করে ভারত। '
ইমরানের সরকারের প্রতি প্রত্যাশা জানিয়ে ভারত সরকারের বিবৃতিতে আরও বলা হয়, 'আমরা আশা করি, সুরক্ষিত, স্থিতিশীল, নিরাপদ ও উন্নত দক্ষিণ এশিয়াকে সন্ত্রাস ও সংঘাতমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তুলতে পাকিস্তানের নতুন সরকার গঠনমূলক কাজ করবে। '
সাধারণত এশিয়ার কোনো দেশে নির্বাচনের মাধ্যমে কোনো নতুন নেতা নির্বাচিত হলে ভারত সরকারের শীর্ষ নেতাদের অভিনন্দন জানাতে দেখা যায়। পাকিস্তানের ক্ষেত্রে এমন কিছু দেখা যায়নি।
অবশ্য জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ১৯৯২ ক্রিকেট বিশ্বকাপজয়ী ইমরান খান বলেন, 'আমি ক্রিকেটের কারণে ভারতের অনেক জায়গায় ভ্রমণ করেছি। জানি তারা খুব অতিথিপরায়ণ। তাই ভারতের সঙ্গে আমি ভালো সম্পর্ক চাই। যদিও ভারত নিয়ে আমি একটু হতাশ। কেননা ভারতীয় সংবাদমাধ্যম আমাকে বলিউডের ভিলেন বানিয়ে দিয়েছিল। তারপরও আমিই ক্ষমতায় আসতে যাচ্ছি। '
বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
এইচএ/
** চূড়ান্ত ফল: ইমরান ১১৫, নওয়াজ ৬৪, বিলাওয়াল ৪৩