রোববার (২৯ জুলাই) দেশটির স্থানীয় সংবাদমাধ্যম এ সংবাদ প্রকাশ করেছে।
নাঈম মালিক বলেন, নওয়াজ শরিফের রক্ত পরীক্ষার ফলাফল আশঙ্কাজনক।
রোববার (২৯ জুলাই) সন্ধ্যায় তার ব্যক্তিগত চিকিৎসক আদিয়ালা কারাগারে প্রবেশ করেছেন। ব্যক্তিগত চিকিৎসকের পরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হবে তাকে কোথায় ভর্তি করা হবে।
লন্ডনে চারটি অভিজাত ফ্ল্যাটের দুর্নীতি মামলার দায়ে গত ৬ জুলাই পাকিস্তানের এ সাবেক প্রধানমন্ত্রীকে ১০ বছরের কারাদণ্ড, তার মেয়ে মরিয়ম নওয়াজকে সাত বছরের কারাদণ্ড ও নওয়াজ শরিফের জামাই ক্যাপ্টেন মুহাম্মদ সাফদারকে এক বছরের কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি নওয়াজকে ৮০ লাখ ব্রিটিশ পাউন্ড ও মরিয়মকে ২০ লাখ ব্রিটিশ পাউন্ড জরিমানা করা হয়। এরপর ১৩ জুলাই লাহোরের বিমানবন্দরে নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়ম নওয়াজকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের বিশেষ একটি বিমানে করে ইসলামাবাদে নিয়ে যাওয়া হয়। এরপর তাদের আদিয়ালা জেলে নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
এএইচ/এনটি