এয়ার ইন্ডিয়া তার বিক্রেতাদের কাছে প্রায় এক হাজার ৮০০ রুপি ঋণগ্রস্ত। তার মধ্যে ৭৬ শতাংশ ঋণ শুধু গ্রাহকদের ভাড়া বাবদ অনেক দিন ধরে বকেয়া হিসেবে আছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, গত কয়েক সপ্তাহের মধ্যে তিনটি ব্যাংক ও দুটি বিমান পরিবহন লিজিং সংস্থা এয়ার ইন্ডিয়াকে পাওনা পরিশোধের জন্য ডিফল্ট নোটিস দিয়েছে। পরে সোমবার (৩০ জুলাই) এ তথ্য জানায় ভারতীয় বিজনেস বিষয়ক সংবাদমাধ্যম।
মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়েলস ফার্গো ট্রাস্ট সার্ভিস সন ফ্রান্সিসকো এবং সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় মালিকানাধীন দুবাই এয়ারস্পেস এন্টারপ্রাইজ (ডিএই) কর্তৃপক্ষ থেকে এয়ার ইন্ডিয়ার কাছে নোটিস আসে। যাতে বকেয়া ঋণ পরিশোধের জন্য তাগাদা দেওয়া হয়। তাই আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে দেশটির সরকার থেকে অতিরিক্ত ওই লোন আশা করছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। যাতে করে নির্ধারিত সময়ের মধ্যেই তাদের বকেয়া ঋণ পরিশোধ করতে সক্ষম হয়।
সূত্র বলছে, রাষ্ট মালিকানাধীন ওই বিমান পরিবহন সংস্থাটি চলতি বছরের জন্য ইতোমধ্যে সরকার থেকে ৬.৫ বিলিয়ন রুপি লোন পেয়েছে।
ভারত সরকার বছরের পর বছর ধরে ওই বিমান পরিবহন সংস্থাটিকে ধরে রাখতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এয়ার ইন্ডিয়ার আগ্রহের অভাবে দিনদিন ঋণগ্রস্ত হচ্ছে তার গ্রাহকদের কাছে এমনটি শোনা যাচ্ছে সংশ্লিষ্ট মহলে।
অবশ্য এয়ার ইন্ডিয়ার আর্থিক প্রয়োজনীয়তা মিটিয়ে রাখতে ভারত সরকার অব্যাহত সহায়তা করবে বলে জানিয়েছিলেন দেশটির জুনিয়র সিভিল এভিয়েশন মন্ত্রী জয়ন্ত সিনহা।
এদিকে, রাষ্ট্রীয় মালিকানাধীন এ প্রতিষ্ঠানটির আর্থিক ও ক্রেডিট যোগ্যতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পাওনাদারা।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
টিএ