শুক্রবার (৩ আগস্ট) রাতে কাশ্মীরের শ্রীনগর থেকে ৫৫ কিলোমিটার দূরে সোপিয়ানে নিরাপত্তাবাহিনীর সদস্যদের সঙ্গে এ বন্দুকযুদ্ধ শুরু হয়।
স্থানীয় সংবাদমাধ্যম বলছে, শুক্রবার রাতে বন্দুকযুদ্ধে লস্কর-ই-তাইয়্যেবার নেতা উমর মালিক নিহত হন।
পুলিশ জানায়, শুক্রবার রাতে সন্ত্রাসীরা এ অঞ্চলে অবস্থান করছে এমন তথ্য পাওয়ার পর সেখানে অভিযান শুরু হয়। সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি করলে, পাল্টা আক্রমণ চালায় পুলিশ। এখন অভিযান শেষ হয়েছে। উমর মালিকসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৮
এএইচ/এনএইচটি