রোববার (৫ আগস্ট) এ হামলা ঘটেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানায় ন্যাটো কর্মকর্তারা।
ন্যাটোর কর্মকর্তাদের বিবৃতিতে বলা হয়, এ হামলায় একজন মার্কিন নাগরিক ও দুইজন আফগান সেনা আহত হয়েছেন।
রেজ্যুলেট সাপোর্ট অ্যান্ড ইউএস ফোর্সেস-আফগানিস্তানের কমান্ডার জেনারেল জন নিকোলসন বলেন, তাদের আত্মত্যাগ আমাদের হৃদয়ে ও ইতিহাসে অম্লান হয়ে থাকবে। পরবর্তী সমাধানের জন্য আমাদের আরও সামর্থ্য জোগাবে।
স্থানীয় কর্মকর্তারা জানান, পারওয়ান প্রদেশের রাজধানী চরিকরের কালাজাইয়ে এ হামলা ঘটে।
পারওয়ান প্রদেশের গভর্নরের মুখপাত্র ওয়াহিদা শাখার বলেন, নিয়মিত টহলের সময় বিদেশিবাহিনীকে লক্ষ্য করে এ আত্মঘাতী বোমা হামলা চালানো হয়।
এদিকে আটজন মার্কিন দখলদারদের হত্যা করা হয়েছে বলে দাবি করেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৮
এএইচ/এনএইচটি