বুধবার (৮ আগস্ট) ইসরায়েলের বিমান হামলার পর এ তথ্য জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের হামলার আগে গাজার ভূখণ্ড থেকে রকেট হামলার অভিযোগ তোলে তেলআবিব।
জবাবে ইসরায়েলি সামরিক বাহিনীর পাল্টা হামলায় গাজার জাফরওয়ারিতে ২৩ বছর বয়সী অন্তঃসত্ত্বা এনাস খামমাস ও তার ১৮ মাস বয়সী মেয়ে নিহত হন। এনাস খামমাসের স্বামীও আহত হয়েছেন।
অপরদিকে রকেট হামলার পেছনে জড়িত হামাসের একজন সদস্যও নিহত হয়েছেন।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, গাজার ‘সন্ত্রাসীরা’ হামলা চালানোর পর ইসরায়েল বিমান হামলা চালায়। তবে ইসরায়েল এ হামলার ক্ষয়ক্ষতির বিষয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করেনি।
হামাসের সামরিক উইং বলছে, গত সপ্তাহে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় তাদের দুইজন সদস্য নিহত হয়। তার জবাবে তারা ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যের জাতিসংঘ দূত নিকোলেয় ম্লাদিনোভ গাজায় ইসরায়েলি বিমান হামলার নিন্দা জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৮
এএইচ/এইচএ/