ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শ্রীনগরে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
শ্রীনগরে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক পুলিশ নিহত শ্রীনগরে পুলিশের সতর্ক অবস্থান (সংগৃহীত ছবি)

ভারতের জম্মু-কাশ্মীরের শ্রীনগরে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে বন্দুকযুদ্ধে পুলিশের বিশেষ ফোর্সের এক সদস্য নিহত হয়েছেন। রোববার (১২ আগস্ট) সকালের এই ঘটনায় জম্মু-কাশ্মীর পুলিশের দুইজন ও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) এক সদস্য আহত হয়েছেন।  

সিনিয়র পুলিশ কর্মকর্তা শীশ পাল এক টুইট বার্তায় জানিয়েছেন, এখনও সংঘর্ষ চলছে। নিরাপত্তা বাহিনী চরম সতর্ক অবস্থানে রয়েছে।

শ্রীনগরের বাটামালু এলাকার সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।  

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বাটামালু এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি টের পেয়ে ভোর থেকে পুলিশ অভিযান শুরু করেছে। সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ করে গুলি ছুড়লে উভয়পক্ষের বন্দুকযুদ্ধ শুরু হয়।

নিউজ এজেন্সি প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, ওই এলাকায় মোবাইল নেটয়ার্কও বন্ধ করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।