ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে গুলিতে ১২ ‘সন্ত্রাসী’ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
মিশরে গুলিতে ১২ ‘সন্ত্রাসী’ নিহত মিশরে সন্দেহভাজন ১২ সন্ত্রাসী নিহত হয়েছেন।

ঢাকা: মিশরের উত্তরাঞ্চলের সিনাইয়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে সন্দেহভাজন ১২ সন্ত্রাসী নিহত হয়েছেন।

রোববার (১২ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া যায়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া অভিযানে এ নিয়ে ৩২৫ জন সন্দেহভাজন সন্ত্রাসী প্রাণ হারিয়েছেন।

এছাড়া ওই অভিযানে প্রাণ গেছে নিরাপত্তা বাহিনীর ৩৫ সদস্যরও।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, আল আরিশাহ নামক দেয়াল ঘেরা অংশে অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা হয়। এরপর নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে সন্দেহভাজন ১২ সন্ত্রাসী নিহত হন। তাদের পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে।

অভিযানের সময় পাঁচটি রাইফেল, চারটি স্বয়ংক্রিয় অস্ত্র, দু’টি বোমা জব্দ করেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

তবে এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের কোনো ক্ষয় হয়নি।

চলতি বছরের মার্চে আবদেল ফাত্তা আল সিসি পুনরায় দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। এ নিয়ে সমালোচকরা বলছেন, সিসি ক্ষমতা নেওয়ার পর থেকে ভিন্নমত পোষণকারীদের ওপর কঠোর ব্যবস্থা নিয়েছেন তিনি।

তবে তার সমর্থকরা বলছেন, মিশরের পরিস্থিতি ভালো রাখার জন্য এমন পদক্ষেপ নিয়েছেন সিসি। কয়েক বছর প্রতিবাদের মাধ্যমে ২০১১ সালে দেশটির বর্ষীয়ান নেতা হোসনি মুবারককে ক্ষমতাচ্যুত করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
এএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।