ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় অস্ত্রের কারখানায় বিস্ফোরণ, ১২ শিশুসহ নিহত ৩৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
সিরিয়ায় অস্ত্রের কারখানায় বিস্ফোরণ, ১২ শিশুসহ নিহত ৩৯ সিরিয়ায় হামলায় নিহত ৩৯

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ইদলিব শহরে বিস্ফোরণে ১২ শিশুসহ ৩৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও বেশ-কয়েজন নিখোঁজ রয়েছে। ওই শহরটি বিদ্রোহী অধ্যুষিত হওয়ায় সিরিয় সেনাবাহিনীর পরবর্তী হামলার লক্ষ্য ছিল।

রোববার (১২ আগস্ট) বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিস্ফোরণের এ খবর প্রকাশ করেছে।

সারমাদা শহরের ওই ভবনে বিস্ফোরণে পর আর বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে উদ্ধারকারী দল দাবি করছে।

বিস্ফোরণে ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ওই বাড়িটি স্থানীয় এক অস্ত্র ব্যবসায়ীর, ধারণা করা হচ্ছে সেখানে অস্ত্রের কারখানা ছিল। তবে কিভাবে বা কি কারণে বিস্ফোরণ হয়েছে তা জানা যায়নি।

হাতেম আবু মারওয়ান নামে দেশটির সিভিল ডিফেন্সের এক সদস্য সংবাদমাধ্যমকে জানান, ভবনটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।


সম্প্রতি কয়েক মাসে রাশিয়া ও ইরান সমর্থিত সিরিয়ান সরকার পুরো সিরিয়ায় বিদ্রোহী ও জিহাদিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। কৌশলগত দিক থেকে সরকার ও বিদ্রোহীদের সবশেষ বড় রণক্ষেত্র ইদলিব।  

খবরে বলা হয়, উদ্ধারকারীরা বুলডোজার দিয়ে বিধস্ত ভবন থেকে আটকে পড়া লোকদের উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।  

যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি হিউম্যান রাইটস (এসওএইচআর) বলছে, এখনো ডজনের বেশি নিখোঁজ রয়েছে।

এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে উদ্ধারকারীরা।

বাংলাদেশ সময়: ০৪১২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
এএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।