রোববার (১২ আগস্ট) স্থানীয় সময় রাত ৮টা ৫৮ মিনিটে আলাস্কার নর্থ স্লোপ বোরাহতে (প্রশাসনিক অঞ্চল) ভূমিকম্পটি আঘাত হানে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য, ভূপৃষ্টের ৯ দশমিক ৯ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। এর কেন্দ্রস্থল ছোট্ট শহর কাকটোভিকের অদূরে। অঞ্চলটিতে আরও কয়েকটি পরাঘাতও (আফটার শক) রেকর্ড করা হয়। সংবাদমাধ্যমে জানানো হয়, ভূমিকম্পের পর আলাস্কার বিস্তৃত এলাকার জমি এবং উত্তরের বরফের পাহাড়েও ফাটল দেখা যায়। তবে ছোট্ট-ছোট্ট বাড়ির কম জনবসতির এলাকায় তেমন ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
এর আগে এই অঞ্চলে ১৯৯৫ সালে সর্বোচ্চ ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তারপর রোববারের ভূমিকম্পটিই সেখানকার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
এএইচ/এইচএ/