ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তাইওয়ানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
তাইওয়ানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু নিউ তাইপেই’র একটি হাসপাতালে অগ্নিকাণ্ড।

ঢাকা: তাইওয়ানের রাজধানী নিউ তাইপেই’র একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৫ জনেরও বেশি। 

সোমবার (১৩ আগস্ট) স্থানীয় সময় ভোর সাড়ে ৪টায় তাইপেই হাসপাতালের সপ্তম তলার ৭এ২৩ ওয়ার্ডের নার্সিং হোমে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

দেশটির ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ওই নার্সিং হোমে প্রায় ৩২ জন রোগী, একজন নার্স, আটজন বিদেশি কর্মী ছিলেন।

দমকলকর্মীরা সেখানে গিয়ে এদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। তবে মারা গেছেন ৯ জন এবং দগ্ধ বা আহত হয়েছেন ১৫ জনেরও বেশি।

ক্যামেরা ফুটেজ দেখে দেশটির পুলিশ বলছে, যে ওয়ার্ডে আগুন লেগেছিল সেখানে প্রয়োজনীয় ধোঁয়া কমানোর সরঞ্জাম ছিলো না। তবে অগ্নিকাণ্ডের পরপরই স্প্রিংকলারসগুলো সক্রিয় হয়ে যায়।

তাইওয়ান পুলিশ অগ্নিকাণ্ডের কারণ জানতে অনুসন্ধান শুরু করেছে। এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে।  

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
এএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।