সোমবার (১৩ আগস্ট) স্থানীয় সময় ভোর সাড়ে ৪টায় তাইপেই হাসপাতালের সপ্তম তলার ৭এ২৩ ওয়ার্ডের নার্সিং হোমে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
দেশটির ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ওই নার্সিং হোমে প্রায় ৩২ জন রোগী, একজন নার্স, আটজন বিদেশি কর্মী ছিলেন।
ক্যামেরা ফুটেজ দেখে দেশটির পুলিশ বলছে, যে ওয়ার্ডে আগুন লেগেছিল সেখানে প্রয়োজনীয় ধোঁয়া কমানোর সরঞ্জাম ছিলো না। তবে অগ্নিকাণ্ডের পরপরই স্প্রিংকলারসগুলো সক্রিয় হয়ে যায়।
তাইওয়ান পুলিশ অগ্নিকাণ্ডের কারণ জানতে অনুসন্ধান শুরু করেছে। এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
এএইচ/এইচএ/