ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে ২ পাকিস্তানি সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে ২ পাকিস্তানি সৈন্য নিহত কাশ্মীরের কুপওয়ারা জেলা সীমান্তে ২ পাকিস্তানি সৈন্য নিহত।

ঢাকা: ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের কুপওয়ারা জেলা সীমান্তে দেশটির সেনাবাহিনীর গুলিতে দুই পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে। ‘অনুপ্রবেশকারীদের’ সহযোগিতায় পাকিস্তানি সেনারা গুলি করলে পাল্টা জবাবে ওই দু’জনের প্রাণ যায়।

সোমবার (১৩ আগস্ট) রাতে এই গুলি-পাল্টা গুলির ঘটনা ঘটে বলে জানান ভারতীয় সেনাবাহিনীর একজন মুখপাত্র। তার বরাত দিয়ে মঙ্গলবার (১৪ আগস্ট) সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

 

ওই মুখপাত্র বলেন, সীমান্তের তাংধার সেক্টর দিয়ে একদল লোক ভারতে অনুপ্রবেশ করছিল। তাদের ঢুকিয়ে দিতে গুলি ছুড়ে সহযোগিতা করছিল পাকিস্তানি সেনারা। তখন ভারতীয় বাহিনী পাল্টা গুলি চালালে পাকিস্তানের দুই সৈন্য নিহত হয়।

অবশ্য এর আগে ‘অনুপ্রবেশকারীদের’ ঠেকাতে গিয়ে গুলিতে প্রাণ হারান ভারতীয় এক সৈন্য। তারপরই অনুপ্রবেশকারীদের পিছু হটাতে পাল্টা আক্রমণে যায় ভারতীয় বাহিনী।

সামরিক বাহিনীর শ্রীনগরের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানান, তাংধার সেক্টরে পাক আর্মি সদস্যরা অনুপ্রবেশকারীদের সাহায্য করে যুদ্ধবিরতি ভঙ্গ করেছে।  

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
এএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।