আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, উত্তর আফগানিস্তানের চেনাইহা ঘাঁটিতে সেনাবাহিনীর সঙ্গে গত দুই দিন ধরা চলা এ লড়াইয়ে বেশ কয়েকজন সেনাকে জিম্মি করেছে সন্ত্রাসী গোষ্ঠী তালেবান যোদ্ধারা। তাছাড়া ওই ঘাঁটির একটি বড় অংশ তালেবানদের দখলে রয়েছে।
রোববার (১২ আগস্ট) দেশটির ফারিয়াব প্রদেশের ঘোরমাক জেলার ওই সেনাঘাঁটিতে অতর্কিত হামলা চালায় তালেবানরা।
প্রদেশের কাউন্সিলর মহাম্মাদ তাহির রাহমানি জানান, ঘাঁটির কয়েকটি ট্যাংক ও গোলাবারুদ দখল করেছে তালেবানরা। এখনও ঘাঁটির অধিকাংশ এলাকা তালেবানের দখলে রয়েছে।
প্রদেশের আরেকজন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, তালেবানরা ৪০ সেনাসদস্যকে জিম্মি করেছে, অপর দিকে ৩০ জন তালেবান যোদ্ধা লড়াইয়ে নিহত হয়েছে।
এর আগে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ গাজনিতে হামলা চালায় তালেবান। এ সংঘাতে গত এক সপ্তাহ ধরে সেখানে শতাধিক মানুষ নিহত হয়েছে। কোন ঠাসা হয়ে পড়া আফগান সেনাদের সাহায্যে এয়ার সাপোর্ট দেয় মার্কিনবাহিনী।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
এনএইচটি