ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ৪৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
কাবুলে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ৪৮ কাবুলে একটি শিক্ষা-প্রতিষ্ঠানের সামনে আত্মঘাতী বোমা হামলা।

ঢাকা: আফগানিস্তানের কাবুলে একটি শিক্ষা-প্রতিষ্ঠানের সামনে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় নিহত বেড়ে ৪৮ জনে দাঁড়িয়েছে। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬৭ জন। 

বুধবার (১৫ আগস্ট) দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহেদ মাজরোর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এমন প্রতিবেদন প্রকাশ করে।  

দেশটির পুলিশ বলছে, বিস্ফোরণকারী শিক্ষা কেন্দ্রের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় বোমার বিস্ফোরণ ঘটায়।

নিহতদের অধিকাংশরাই টিনএজার। তারা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য ওই ভবনে কোচিং করেন।  

এদিকে তালেবান এ হামলার দায় স্বীকার করেনি।   

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
এএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।