ছবি: সংগৃহীত
ঢাকা: নর্মা আজুসিনা রদ্রিগেজ জামোরা (৩২) নামে নব নির্বাচিত এক নারী কংগ্রেস প্রতিনিধিকে অপহরণ করা হয়েছে। দেশটির হিদালগো অঙ্গরাজ্যের মহাসড়কে অস্ত্র ঠেকিয়ে তাকে অপহরণ করা হয় বলে খবর প্রকাশ হয়েছে।
বুধবার (১৫ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এতথ্য জানা গেছে।
খবরে বলা হয়, দুইজন বন্দুকধারী রদ্রিগেজ নামে ওই কংগ্রেস প্রতিনিধির গাড়িতে গুলি চালায়।
এসময় তার গাড়ির চালক ও সহকারী আহত হন। বন্দুকধারীরা রদ্রিগেজ নামে কংগ্রেজ প্রতিনিধিকে গাড়ি থেকে বের করে তাদের গাড়িতে তুলে নিয়ে যান।
প্রায় এক মাস আগে একই স্থান থেকে নাউপান শহরের মেয়র অপহৃত হন। অপহরণের পর তাকে মেরে ফেলা হয়।
চলতি বছরের ১ জুলাই দেশটির কংগ্রেসের নিম্নকক্ষের পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ভেরাক্রুজের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন রদ্রিগেজ।
বাংলাদেশ সময়: ২৩১২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
এএইচ/আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।