তবে গত ২৫ জুলাই অনুষ্ঠিত দেশের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রার্থী ইমরান খান একরকম প্রধানমন্ত্রী হয়ে আছেন বলেই সবার ধারণা রয়েছে। সেভাবেই তার দলের সকলে সাপোর্টও করছে।
নির্বাচনে ইমরানের দল সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন পায়নি। তাই সর্বোচ্চ সংখ্যক আসন পাওয়া সত্ত্বেও জেগে উঠেছে বিরোধী দল মুসলিম লীগ এবং পিপিপি। যদিও তাদের মধ্যেই এখন দ্বন্দ্ব লেগে গেছে। তারপরও ইমরানের বিপক্ষে প্রধানমন্ত্রী পদে লড়ছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই মুসলিম লীগ নেতা শাহবাজ শরিফ। এজন্যই বিনা ভোটে প্রধানমন্ত্রিত্ব পাওয়ার সৌভাগ্য হলো না ইমরানের।
নির্বাচনে পিটিআই পায় ১১৬টি আসন। তাদের সঙ্গে জোটে আছেন নয় স্বতন্ত্র প্রার্থী। বরাদ্দ রয়েছে ৩৩টি সংরক্ষিত নারী আসন।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৮
টিএ