রোববার (১৯ আগস্ট) এ ভূমিকম্প হয় বলে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা- ইউএসজিএস জানিয়েছে।
মার্কিন সুনামি সতকর্তা কেন্দ্র বলছে, ভূমিকম্পটি খুবই গভীর ছিলো।
ইউজিএস বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূ-পৃষ্ঠের ৫৬০ কিলোমিটার নিচে। প্রথমে কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৮ বলা হলেও পরে তা ৮ দশমিক ২ নির্ণয় করা হয়।
এর অবস্থান ছিল ফিজির উত্তর-পূর্বাঞ্চলীয় এনডিও আইল্যান্ড থেকে ২৮০ কিলোমিটার (১৭৪ মাইল) এবং টোংগার পশ্চিমাঞ্চল নিয়াইফু থেকে ৪৪৩ কিলোমিটার দূরে।
ইউএসজিএস-এর ভূতত্ত্ববিদ জন পার্সলি বলেন, এ ভূমিকম্পের ফলে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটি বেশ গভীরে থাকায় এর সম্ভাবনা নেই।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
এএইচ/এমএ