ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফের ইন্দোনেশিয়ার লমবোকে ৬.৩ মাত্রার ভূমিকম্প 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
ফের ইন্দোনেশিয়ার লমবোকে ৬.৩ মাত্রার ভূমিকম্প  লমবোক দ্বীপে ফের ভূমিকম্প

ফের ইন্দোনেশিয়ার লমবোক দ্বীপে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিলো ৬ দশমিক ৩। 

রোববার (১৯ আগস্ট) মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ তথ্য জানিয়েছে।  

ইউএসজিএস বলছে, ভূমিকম্পটির গভীরতা ছিলো ৭ দশমিক ৯ কিলোমিটার।

 

এর আগে গত ২৯ জুলাই ও ৫ আগস্ট ভূমিকম্প অনুভূত হয় লমবোকে। পর্যটনের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা এ দ্বীপে গত ৫ আগস্ট ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪শ’ ছাড়িয়েছিল। আহত হয়েছিলেন হাজারও মানুষ। আর বাস্তুচ্যুত হয়েছিলেন ১ লাখ ৬৫ হাজারেরও বেশি বাসিন্দা।  সে ভূমিকম্পে দ্বীপের প্রায় ৮০ শতাংশ ভবনই ক্ষতিগ্রস্ত হয়।  কিছু কিছু ভবন একেবারে ধসেই যায়।  

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
এএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।