কিন্তু আরাফাতের আবহাওয়া পরিস্থিতি খুব একটা অনুকূলে নেই। রোববার (১৯ আগস্ট) সন্ধ্যায় ধুলিঝড় হয়েছে মিনায়।
দেশটির আবহাওয়া ও পরিবেশ সুরক্ষা সংস্থার কর্মকর্তারা আশঙ্কা করছেন, সোমবার সন্ধ্যা পর্যন্ত মক্কায় ধূলিঝড় ও বৃষ্টি হতে পারে।
সংস্থার মুখপাত্র হুসাইন-আল-কুয়াহতানি বলেন, আজ থেকে শুরু হওয়া আবহাওয়ার ওঠা-নামা আগামীকাল পর্যন্ত চলতে পারে। সঙ্গে উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতারও সম্ভাবনা রয়েছে। এ অঞ্চলে ৪৩ ডিগ্রি উচ্চ তাপমাত্রার সম্ভাবনা রয়েছে, সঙ্গে আদ্রর্তার সম্ভাবনা রয়েছে ৬৫ শতাংশ।
এদিকে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র কর্নেল মুহাম্মদ আল-খামাশ বলেন, রোববার আরাফাতের ময়দানে ধূলিঝড়ের কারণে হজের নিরাপত্তায় কোনো প্রভাব পড়বে না। বেশ কিছু তাঁবুর অল্প ক্ষতি হয়েছে। তবে সেগুলো আবার স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা হয়েছে। সবমিলিয়ে পবিত্র স্থানের পরিস্থিতি ভালো।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
এএইচ/এইচএ/