খবরে বলা হয়, এ হামলার কারণে নাইজেরিয়ার সন্ত্রাসী সংগঠন বোকো হারাম ও ইসলামিক স্টেট অব ওয়েস্ট আফ্রিকার কাছে নাইজেরিয়ার পরাজয়ের বিষয়টি সামনে চলে এসেছে। সম্প্রতি কয়েক মাসে দেশটির সামরিক বাহিনী বড় ধরনের পরাজয়ের মুখোমুখি হয়েছে।
দেশটির বোর্নো প্রদেশের গুজামালা অঞ্চলে মাইলারি গ্রামে রাত ২টার দিকে এ হামলা হয়। এ হামলায় বেঁচে যান আবাতচা ওমর নামের এক ব্যক্তি।
আবাতচা ওমর সংবাদমাধ্যমকে বলেন, বোকো হারাম নাকি আইএস সদস্যরা এ হামলা চালিয়েছে তা তিনি বুঝতে পারেননি। তিনি বলেন, তার ছোট ভাইসহ ১৯ জন নিহত হয়েছেন।
তবে আহতদের সহযোগিতায় এগিয়ে আসা একটি সাহায্য সংস্থা বলছে, এ হামলায় নিহতের সংখ্যা ৬৩ হতে পারে।
আবাতচা ওমর বলেন, এ হামলার আগে গ্রামে সন্ত্রাসী সংগঠনের সদস্যদের দেখা গেছে।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
এএইচ/আরআর