প্রয়াত ভারতীয় সাংবাদিক কুলদীপ নায়ার। ছবি: সংগৃহীত
ঢাকা: বিশিষ্ট ভারতীয় সাংবাদিক ও মানবাধিকার কর্মী কুলদীপ নায়ার মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ আগস্ট) সকালে দিল্লির একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯৫ বছর।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুরে দিল্লির লোদী রোডে তার শেষ কৃত্য অনুষ্ঠিত হবে।
সদ্য প্রয়াত সাংবাদিক কুলদীপ নায়ার ইন্ডিয়ান এক্সপ্রেসের সাবেক সম্পাদক ছিলেন।
তিনি প্রায় ১৫টি বই লিখেছেন। এরমধ্যে বিয়ন্ড দ্য লাইনস, ইন্ডিয়া আফটার নেহেরু এবং ইমার্জেন্সি রিটোল্ড উল্লেখযোগ্য।
তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জ্যেষ্ঠ এ সাংবাদিক যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ছিলেন রাজ্যসভার সদস্য।
বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৮
এমএ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।