শ্রীলংকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে দেশ জুড়ে বিভিন্ন সচেতনতা কার্যক্রম পরিচালনা করেন দেশটির জনস্বাস্থ্য কর্মকর্তারা এবং ফলাফল স্বরূপ বিভিন্ন শহরের দোকানদার ও ব্যবসায়ীরা সিগারেট বিক্রি বন্ধ ঘোষণা করে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে বলা হয়, বর্তমানে দেশটির ১০৭টি শহরে সিগারেট বিক্রি বন্ধ রয়েছে।
এ বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করে শ্রীলংকার স্বাস্থ্যমন্ত্রী রাজিথা সেনেরাত্নে জানান, ২০১৯ সালের মধ্যে ২০০ শহর এ কার্যক্রমের আওতায় আনা হবে।
সাম্প্রতিক বছরগুলোতে জনগণকে ধূমপান থেকে বিরত রাখতে তামাকের ওপর ৯০ শতাংশ বৃদ্ধি, সিগারেটের প্যাকেটের ৮০ শতাংশ স্থানে সতর্কবার্তা, স্কুল ও পাবলিক প্লেসের ১০০ মিটার এলাকায় ধূমপান নিষিদ্ধ করাসহ বেশ কিছু কর্মসূচি গ্রহণ করে শ্রীলংকার সরকার।
২০২০ সালের মধ্যে তামাক উতপাদন নিষিদ্ধ করার প্রতিশ্রুতিও দিয়েছে সরকার।
বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৮
এনএইচটি