রোববার (২৬ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে। এর আগে ভেনিজুয়েলার নাগরিকদের পেরুতে প্রবেশের উপর কঠোর শর্ত আরোপ করে কর্তৃপক্ষ।
পেরুতে প্রবেশের নতুন নিয়ম অনুযায়ী, প্রত্যেক ভেনিজুয়েলানের পাসপোর্ট থাকতে হবে। আগে পরিচয়পত্র হলেই ভেনিজুয়েলার নাগরিকরা পেরুতে প্রবেশ করতে পারতেন। গত সপ্তাহে ইকুয়েডরও একই নিয়ম চালু করে।
দীর্ঘসময় ধরে খাবার ও ওষুধের সংকট থাকায় হাজার হাজার ভেনিজুয়েলান তাদের দেশ থেকে পালিয়ে পাশ্ববর্তী দেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। দেশটিতে অনেকদিনের অর্থনৈতিক সংকটের কারণে ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ২০ লাখের বেশি ভেনিজুয়েলান দেশ ত্যাগ করেন। এর ফলে প্রতিবেশী দেশগুলোতে তাদের আবাসন ব্যবস্থাসহ অনেক বিষয় নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে। একইসঙ্গে অঞ্চলটিতে উত্তেজনাও বিরাজ করছে।
দক্ষিণ আমেরিকার অন্য দেশগুলোর মতো পেরুও ভেনিজুয়েলা থেকে পালিয়ে আসা হাজারও মানুষের স্রোত নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এ ব্যাপারে সতকর্তাও জারি করেছে। তারা বলছে, ২০১৫ সালে ভূমধ্যসাগরীয় অঞ্চলের মতো এ অঞ্চলেও শরণার্থী সংকট পরিস্থিতি তৈরি হবে।
এ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিশেষ একটি টিম গঠনেরও আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
এএইচ/